কক্সবাজারের চকরিয়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাংচুর করার অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে কে-বা কারা শহীদ মিনারের শহীদ বেদীর উপর লাল বৃত্ত ভেঙ্গে নিচে ফেলে দেন।
এ ঘটনায় হারবাং নোয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামী দেখিয়ে চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
প্রধান শিক্ষিকা রাশেদা বেগম বলেন, রবিবার সকালে স্কুলে এসে শহীদ মিনারের লাল বৃত্তটি ভাঙ্গা অবস্থায় দেখতে পাই। বিদ্যালয়ের পুরাতন বেড়া ভেঙ্গে কিছু লোহার রডও নিয়ে যায় চোরের দল। বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।
তিনি আরো বলেন, গত ৫ সেপ্টেম্বর স্কুলের নষ্ট একটি আলমিরা মেরামত করতে নেয়ার সময় একদল দূর্বৃত্ত বিদ্যালয়ের সীমানার নিকটবর্তী এলাকা থেকে ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। এছাড়া
স্থানীয় কিছু দুর্বৃত্ত স্কুলের সীমানা প্রাচীর নির্মাণে বাধা প্রদান করেন। তারাই এ ধরনের কর্মকান্ড করেছে বলে ধারণা করা হচ্ছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, শহীদ মিনার ভাঙ্গা বিষয়ে একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। ##