বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ঈশ্বরদী পৌর শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১০সেপ্টেম্বর) পাবনা জেলা কৃষকদলের আহবায়ক শফিউল আলম শফির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ঈশ্বরদী পৌর কৃষকদলের ২১ সদস্যের বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এ কমিটির সভাপতি আলমগীর হোসেন আলম ও সাধারণ সম্পাদক আজগর হোসেন মুকুলকে নির্বাচিত করেন।
সদ্য ঘোষিত ঈশ্বরদী পৌর কৃষকদলের সভাপতি আলমগীর হোসেন আলম বিবিসি একাত্তরকে
জানান, পাবনা জেলা কৃষকদলের আহ্বায়ক শফিউল আলম শফি এ কমিটি ঘোষণা করেছেন।
পাবনা জেলা বিএনপি’র আহবায়ক ও বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ঈশ্বরদী পৌর শাখা কমিটির সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ বলে জানিয়েছেন নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।
পাবনা জেলা কৃষকদলের আহ্বায়ক শফিউল আলম শফি জানান, দলের সিদ্ধান্ত অনুযায়ী ঈশ্বরদী পৌর কৃষকদলের কমিটি গঠন করে অনুমোদন দেয়া হয়েছে। সদ্য ঘোষিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে মনে করেন জেলা আহ্বায়ক শফিউল আলম শফি ও পাবনা জেলা বিএনপি’র আহবায়ক হাবিবুর রহমান হাবিব।