• শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]

ঠাকুরগাঁও রানীশংকৈলে হতদরিদ্রদের মাঝে স্বল্পমুল‍্যে খাদ‍্য শস‍্য বিতরন শুরু

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি / ৯৫ Time View
আপডেট : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২

ঠাকুরগায়ের রানীশংকৈল উপজেলা খাদ‍্য অধিদপ্তরে পরিচালনায় হতদরিদ্রের মাঝে স্বল্পমুল‍্যে ১৫ টাকা কেজি দরে জন প্রতি ৩০ কেজি তথা এক বস্তা করে উপজেলার বিভিন্ন নিয়োগ কৃত ডিলারদের মাঝে এ খাদ‍্যশস‍্য বিতরন শুরু হয়েছে।
এ বিষয়ে ১৩ই সেপ্টেম্বর এ প্রতিবেদক সরেজমিন উপজেলার নেকমরদ, বলিদ্ধারা, উমরাডাঙ্গী বিতরন পয়েন্টে গিয়ে দেখা যায়,সরকার এ সময়ে খাদ‍্যবান্ধব ১৫ টাকা কেজি দরে নির্ধারিত হতদরিদ্রের মাঝে খাদ‍্যশস‍্য হিসেবে কার্ডধারীর নিকট থেকে সাড়ে ৪৫০ টাকার বিনিময়ে বিতরন করা হচ্ছে। তবে কতিপয় ব‍্যাক্তি এই খাদ‍্য শস‍্য উত্তোলন করে একটি মুনাফালোভী চক্রের নিকট ১৪০০শ টাকা দরে পয়েন্টের সিমানায় ক্রয় বিক্রয়ের অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে রানীশংকৈল উপজেলা ফুড ইন্সপেক্টর নবাব আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,পয়েন্টে স্বল্পমুল‍্যের খাদ‍্য শস‍্য ক্রয়বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ।

তবে যারা এসব কর্মকান্ডের সাথে সম্পৃক্ত তাদেরকে সনাক্ত করে আইনগত ব‍্যবস্হা নেওয়া হবে।

এ ব‍্যাপারে খাদ‍্য নিয়ন্ত্রক ইশকে আব্দুল্লার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনাকে পাওয়া যায়নি।

অন‍্যদিকে হতদরিদ্ররা জানায় যারা এই কার্ডের চাল বিক্রি করছে এবং যারা ক্রয় করছে তাদের বিরুদ্ধে আইনগত ব‍্যবস্হা নিতে হবে এবং ওই কার্ডধারীদের কার্ড বাতিল করে প্রকৃত হতদরিদ্রদের মাঝে বিতরন করা উচিত বলে মতপোষন করেন। ক্রয়ের ভিডিও ফুটেজ প্রমান হিসেবে সংরক্ষিত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো ক্যাটাগরি