• সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০১:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
আদালতের দ্বারস্থ হয়ে খালেদা জিয়ার চিকিৎসা করাতে হবে : কাদের খালেদা জিয়ার চিকিৎসার আবেদনে আইন মন্ত্রণালয়ের ‘না’ সংসদে প্রকৃত বিরোধী দল না থাকায় জনপ্রত্যাশা পূরণে ঘাটতি : টিআইবি ঠাকুরগাঁও রাণীশংকৈলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে দৈনিক ডেল্টা টাইমস পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ভাতা লোপাটের অভিযোগ “প্রশিক্ষণ কেন্দ্র তালা বদ্ধ করে বিক্ষোভ” সভাপতি সেকাব উদ্দিন, সেক্রেটারী ফোরকান: মগনামা লঞ্চঘাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন প্রেমের ফাঁদে ফেলে মামলার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়াই রুবির পেশা সিংড়ার আয়েশ মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে এলাকাবাসীর সমাবেশ খালেদা জিয়াকে বিদেশে যেতে হলে আদালতের কাছ থেকে অনুমতি নিতে হবে : শেখ হাসিনা

প্রত্যকটি উপজেলায় জয় রিসার্স সেন্টার হবে -পলক

রাজু আহমেদ, নাটোর / ১২২ Time View
আপডেট : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশে প্রত্যকটি উপজেলা সহ ৫৫৫টি জয় ডিজিটাল ইমপ্লয়মেন্ট সার্ভিস সেন্টার স্থাপন করা হবে। সারা দেশের প্রত্যক জেলা ও উপজেলার তরুণ-তরুণীরা প্রশিক্ষণ নিয়ে ফ্রিল্যান্সার, ই-কর্মাস উদ্যোক্তারা বাড়িতে বসেই কাজ করতে পারবেন।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সিংড়া উপজেলা মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল আইডি কার্ড ও সার্টিফিকেট বিতরণ এবং প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে মাসকালাই বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রীর পলক বলেন, ১৯৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার করে ঘাতকরা তাঁর সোনার বাংলাকে হত্যা করতে চেয়েছিল। সেই অসমাপ্ত মুক্তির সংগ্রাম সমাপ্তি করেছেন জননেত্রী শেখ হাসিনা। মাত্র ১৩ বছরে তাঁর সততা, সাহসিকতা আর দুরদর্শিতার নেতৃত্ব দিয়ে একটি স্বল্প উন্নত দেশকে ডিজিটাল বাংলাদেশ গড়েছেন। বাংলাদেশ খাদ্য উৎপাদনে বিশ্বের তৃতীয় অবস্থানে রয়েছে। মৎস্য উৎপাদনে চতুর্থ অবস্থানে রয়েছে। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন। শুধু কৃষিজীবী ও শ্রমজীবী ভাই-বোনরা নয় আমাদের শিক্ষিত তরুণ প্রজন্ম ডিজিটাল বাংলাদেশের কল্যাণে প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হচ্ছে। ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা প্রযুক্তি শিক্ষা গ্রহণ করছে।

তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা ৬৮ হাজার কৃষকদের নামে ১০ টাকায় একাউন্ট খুলে দিয়েছেন। যাতে কৃষকরা ভর্তুকির টাকা নিজের একাউন্টে সরাসরি পায়। কেউ যেন তাদের সাথে অনিয়ম ও দুর্নীতি করতে না পারে। সিংড়ার চলনবিলের কৃষকরা যেন যথাযথ ভাবে কৃষি ফসল উৎপাদিত করতে পারেন। সেজন্য জননেত্রী শেখ হাসিনা কৃষকদের মাঝে বিনামূল্য সার, ব্রীজ ও সেচের ব্যবস্থা করেছেন। ফলে আমাদের কৃষি উৎপাদন ৯১ হাজার মে.টন বৃদ্ধি হয়ে ২ লাখ মে.টন ফসল উন্নতি হয়েছে। চলনবিলের খাদ্য দেশের চাহিদা পুরন করছে।

আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতিক কে বিজয়ী করার আহবান জানিয়ে বলেন আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম, আপনি বিবেচনা করেন ১৩ বছরে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে তা বিগত কোন সরকার করতে পেরেছে কিনা।

বিতরণ অনুষ্ঠনে উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,
সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস,
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সেলিম রেজা, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহাদাৎ হোসেন প্রমুখ।

সভায় ১৬০ জন বীর মুক্তিযোদ্ধা কে ডিজিটাল সনদ ও পরিচয় পত্র, ৭০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ এবং কৃতি শিক্ষার্থী ও শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান কে সম্মাননা প্রদান করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো ক্যাটাগরি