কক্সবাজারে বেড়াতে এসে লাশ হয়ে বাড়ি ফিরলেন ঢাকার বনশ্রী এলাকার বাসিন্দা জাহিদ হোসেন (৩২)। বুধবার (১৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বানিয়ারছড়া আমতলী পাড়া এলাকায় যাত্রীবাহি বাস চাপায় মর্মান্তিকভাবে নিহত হন মোটরসাইকেল আরোহী ওই যুবক। নিহত জাহিদ হোসেন খুলনার খালিশপুর এলাকার মারুফ হোসেনের ছেলে। তিনি ঢাকার বনশ্রী এলাকায় বসবাস করতেন।
দূর্ঘটনার সত্যতা নিশ্চিকত করে চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর মুর্শেদুল আলম ভুঁইয়া বলেন, জাহিদ হোসেন মোটরসাইকেল চালিয়ে ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে আসছিলেন। বুধবার ভোরে তিনি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়া স্টেশন সংলগ্ন আমতলিয়া পাড়া এলাকায় পৌঁছালে চট্টগ্রাম অভিমুখি একটি যাত্রীবাহি বাস মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান জাহিদ হোসেন। দূর্ঘটনার খবর পেয়ে চিরিংগা হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। এ সময় দুর্ঘটনা কবলিত বাস গাড়িটিও জব্দ করে পুলিশ। তবে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছেন।
ইন্সপেক্টর মুর্শেদুল আলম ভুঁইয়া আরও বলেন, নিহত জাহিদ হোসেনের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে তার পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।