• সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০১:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
আদালতের দ্বারস্থ হয়ে খালেদা জিয়ার চিকিৎসা করাতে হবে : কাদের খালেদা জিয়ার চিকিৎসার আবেদনে আইন মন্ত্রণালয়ের ‘না’ সংসদে প্রকৃত বিরোধী দল না থাকায় জনপ্রত্যাশা পূরণে ঘাটতি : টিআইবি ঠাকুরগাঁও রাণীশংকৈলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে দৈনিক ডেল্টা টাইমস পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ভাতা লোপাটের অভিযোগ “প্রশিক্ষণ কেন্দ্র তালা বদ্ধ করে বিক্ষোভ” সভাপতি সেকাব উদ্দিন, সেক্রেটারী ফোরকান: মগনামা লঞ্চঘাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন প্রেমের ফাঁদে ফেলে মামলার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়াই রুবির পেশা সিংড়ার আয়েশ মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে এলাকাবাসীর সমাবেশ খালেদা জিয়াকে বিদেশে যেতে হলে আদালতের কাছ থেকে অনুমতি নিতে হবে : শেখ হাসিনা

কোটচাঁদপুর এসএসসি ও সমমানের পরীক্ষা দিলেন ২০১১ জন

ঝিনাইদহ জেলা প্রতিনিধি / ১২৫ Time View
আপডেট : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

ঝিনাইদহের কোটচাঁদপুরে ২০১১ জন ছাত্র /ছাত্রী এস এস সি ও সমমানের পরীক্ষায় অংশ গ্রহন করেছেন। ৫ টি কেন্দ্রের মাধ্যমে এ পরিক্ষা নেয়া হচ্ছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন মিয়া বলেন, এ উপজেলায় ২৬ টি বিদ্যালয় আর ৯ টি মাদ্রাসা রয়েছে। এ সব প্রতিষ্ঠানগুলো থেকে ২০১১ জন ছাত্র ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহন করেন। যা নেয়া হয় ৫ টি কেন্দ্রের মাধ্যমে।

যার মধ্যে রয়েছে কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়, কোটচাঁদপুর বালিকা বিদ্যালয়, তালসার মাধ্যমিক বিদ্যালয়, সাবদারপুর মাধ্যমিক বিদ্যালয় ও কোটচাঁদপুর আলিয়া মাদ্রাসা। এ সব কেন্দ্রে ২০১১ জন ছাত্র ছাত্রী এস এস সি ও সমমানের পরীক্ষায় অংশ নেন। যার মধ্যে রয়েছে ৯৯৮ জন ছাত্র, আর ৯২৬ জন ছাত্রী। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২৮ জন।

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে পরীক্ষা শুরু হয়। যা চলে দুপুর ১ টা পর্যন্ত। ২ ঘন্টায় ৫৫ নম্বরের পরীক্ষা দেন ছাত্র ছাত্রীরা। যার মধ্যে ছিল ১৫ নম্বরের নৈ-বেত্তিক আর সৃজনশীল ছিল ৪০ নম্বরের।

তবে অল্প নম্বরের পরীক্ষা হলেও স্ব-শরীরে পরীক্ষা দিতে পারায় খুব খুশি হয়েছেন ছাত্র/ছাত্রীরা, সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো ক্যাটাগরি