চকরিয়ায় সরকারী কোটি টাকার খাস জমি উদ্ধার সহ ৫০টি অবৈধ স্হাপনা উচ্ছেদ ও বালু উত্তোলন ড্রেজার মেশিন ধ্বংস করেন উপজেলা প্রশাসন।
শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৩ঘন্টা ব্যাপী সময় ধরে উপকূলীয় এলাকা বদরখালীতে ভ্রাম্যমান এ অভিযান পরিচালনা করেছেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত উজ জামান।
অভিযান সূত্রে জানা গেছে,কক্সবাজার জেলা প্রশাসনের ১ নাম্বার খাস খতিয়ানভুক্ত জমি জবর-দখল করে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।এছাড়াও সাগর চ্যানেল থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের মাধ্যমে জায়গা ভরাট কাজে চালাচ্ছে।অভিযানে এই মেশিনটিও ধ্বংস করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত উজ জামান বলেন, বদরখালী ফেরিঘাট এলাকায় জেলা প্রশাসনের ১নম্বর খাস খতিয়ানভুক্ত জমি জবর-দখলের মাধ্যমে অবৈধ স্থাপনা নির্মাণের খবর পেয়ে অভিযানটি পরিচালনা করা হয়েছে।এতে অন্তত ৫০টির মত অবৈধ দোকানপাট উচ্ছেদ করি।এসময় সাগরে বসি বালু উত্তোলনকৃত একটি শ্যালু মেশিন ধ্বংস করেছি।পরে দখলমুক্ত জায়গাটিতে সাইনবোর্ড টাঙানো হয়েছে।