চকরিয়া থানা পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে হত্যা ও ধর্ষণ মামলার দুই পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার ভোররাতে উপজেলার পৃথক-পৃথক এলাকা থেকে দু’জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাকৃতরা হলেন, হত্যা মামলার আসামী মো. সিরাজ উদ্দিন (৪৫) চকরিয়া পৌরসভার ৭নাম্বার ওয়ার্ডের এলাকার মোঃআলী ছেলে আর ও ধর্ষণ মামলার আসামী আবদুল আজিজ (৩৫) উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের ১নাম্বার ওয়ার্ড পালাকাটার গিয়াস উদ্দিনের ছেলে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন,কক্সবাজার র্যাব-১৫ এর সহযোগিতায় হত্যা মামলার আসামী সিরাজ উদ্দিন ও ধর্ষণ মামলার আসামি আবদুল আজিজকে আটক করা হয়।সিরাজ হলেন ইউনুছ হত্যা মামলার প্রধান আসামি ও আজিজ একটি ধর্ষণ মামলার পলাতক আসামি। শনিবার দুপুরে আদালতে সোপর্দ্দে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।