ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১৭সেপ্টেম্বর ২০২২ইং শনিবার সকাল ৯টায় ডায়াবেটিস হাসপাতালে বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধন করেন পীরগঞ্জ পৌর-মেয়র ও পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক ও পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের প্রতিষ্ঠাতা উপাধ্যক্ষ ফয়জুল ইসলাম এবং গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের ডাঃ ডেভিড সরকার এ সময় বক্তব্য রাখেন৷পরে ডাঃ ডেভিড সরকার এর নেতৃত্বে গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল দিনাজপুর হতে আগত ৭ সদস্য বিশিষ্ট মেডিকেল টীম দ্বারা ৪৮৭ জন রোগীর প্রাথমিক চিকিৎসা ও ঔষধ প্রদান সহ বিনামূল্যে ছানি অপারেশনের জন্য ৬৪ জন রোগী বাছাই করা হয়। এ মেডিকেল ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি আব্দুল মান্নান, অর্থসম্পাদক সলেমান আলী,দাতা ও নির্বাহী সদস্য শিরিন বেগম,যাকাত ফান্ডের সভাপতি প্রকৌশলী আলহাজ্ব জবাইদুর রহমান। মালিভীটা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলী প্রমূখ।
বাছাইকৃত রোগীদের সোমবার গাওসুল আযম বিএনএসবি হসপিটাল,দিনাজপুরে নিয়ে যাওয়া হবে এবং পর মঙ্গলবার ছানি অপারেশন করা হবে।