ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ইকো সোশ্যাল ডেভলাপমেন্ট অরগানাইজেশান
(ইএসডিও) প্রমোশন অফ রাইট,স অফ এথনিক মাইনোরিটি এন্ড দলিত্স ফর ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম (প্রেমদীপ) এর সহযোগিতায় এন এন এমসির সাথে সমন্বয়ে উপজেলা ও জেলা পর্যায়ে যৌথ ইস্যু নির্বাচন ও কর্ম পরিকল্পনা ১৭ সেপ্টেম্বর ২০২২ইং শনিবার সকাল ১১টায় ইএসডিও প্রকল্প অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর আঃলীগ সভাপতি জাহাঙ্গীর সরকারের
সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সেরাজুস সালেকিন ঠাকুরগাঁও, ইএসডিও মেনেজার খায়রুল ইসলাম, সুগা মর্মু গোপাল উপজেলা আদিবাসী চেয়ারম্যান সেজোতি টুডু,খোকন সরকার, সুজন মর্মু,ফ্রান্সিস ঠাকুরগাঁও এ ছাড়াও উপজেলা কমিটির সকল সদস্য গণ সভায় উপস্থিত ছিলেন। অনেক সমস্যার কথা তুলে ধরা হয় এবং সমাধানের জন্য কর্ম পরিকল্পনা করেন সমন্বয় কমিটি।