নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হলো পাকশী রেলওয়ে শিল্পী গোষ্ঠীর নৃত্য প্রশিক্ষক আজিমুল হক অপূর্ব’র ২৩ তম জন্ম দিন।
এ-উপলক্ষে (১৬ সেপ্টেম্বর) শুক্রবার সন্ধায় ঈশ্বরদী উপজেলার রেল বিভাগীয় শহর পাকশীতে নিজস্ব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংসন পত্রিকার সম্পাদক, ডিডিপির চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক কবি গীতিকার সুরকার সংগঠক সমাজ সেবক ও শিল্পী এস এম রাজা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রেলওয়ে শিল্পী গোষ্ঠীর সাধারন সম্পাদক আব্দুর রহিম বকুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, গোষ্ঠীর সাংস্কৃতিক সম্পাদক দীপু ইসলাম। বক্তব্যের পর্বের পর সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, প্রধান অতিথি বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সরদার, বিশেষ অতিথি শিল্পী এস এম রাজা, শিল্পী সালাউদ্দিন আহমেদ। নৃত্য পরিবেশন করেন অপূর্ব নিজেই, সানজিদা, পারুলসহ গোষ্ঠীর শিল্পীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে কেক কাটা, ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।