” নিরপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ২০২২- ২০২৩ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় জলভূমি, বর্ষাপ্লাবিত ধান ক্ষেত/ প্লাবনভূমি/প্রাতিষ্ঠানিক
জলাশয়ে ২০ সেপ্টেম্বর সকাল ১১টায় উপজেলা ম্যস দপ্তরের আয়োজনে, উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করনের মধ্যদিয়ে শুভ উদ্বোধন করা হয়।
পোনা অবমুক্ত করন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসারের প্রতিনিধি কৃষি অফিসার সঞ্জয় দেব নাথ, খালেদুর জামান জেলা ম্যস অফিসার, উপপরিচালক রংপুর বিভাগ প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ম্যস অফিসার আশরাফুল ইসলাম, রাণীশংকৈল উপজেলা ম্যস অফিসার রাকিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সোহেল রানা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, উপজেলা সহকারী ম্যস অফিসার আঃ জলিল, পশু হাসপাতালের কর্মকর্তা সহ ম্যস অফিসের কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
মৎস অফিসার রাকিবুল ইসলাম এ প্রতিনিধি কে বলেন, মোট ১১পয়েন্টে ৩৫১.৮৫ কেজি পোনামাছ অবমুক্ত করণ আনুষ্ঠানিক ভাবে করা হয়।