রাজধানীর হোটেল অরনেট (থ্রী স্টার,জিনিয়া হল) বিজয় নগর ঢাকা। শেরে-বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ কর্তৃক আয়োজিত বিশ্ব শান্তি দিবস উপলক্ষ্যে এক বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্টান সম্পন্ন হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মাননীয় বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম। অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার সফল ও শ্রেষ্ঠ নারী সংগঠক ও নারী জাগরণের অগ্রদুত “সমাজ সেবায়” বিশেষ অবদানের জন্য “শেরে – বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২২” জাতীয় সম্মাননা ও সনদপত্রে ভূষিত হন।
তিনি কৃতিত্বের সহিত এই সম্মাননায় ভুষিত হলেন।
এদিকে হঠাৎ ফাতেমা পারুল নিজের দূর্ঘটনা জনিত ট্রাজেড়ির কারণে জাতীয় মহৎ এঅনুষ্টানে যথা সময়ে উপস্থিত হতে না পারায় তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ করেন। ফাতেমা পারুল এর ব্যক্তিগত প্রতিনিধির মাধ্যমে প্রধান অতিথির কাছ থেকে উক্ত সম্মাননা ও সনদপত্র গ্রহন করেন। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও সফল নারী সংগঠক ফাতেমা পারুলের সফলতায় বিভিন্ন দপ্তর থেকে সরকারী ও বেসরকারী ভাবে একের পর এক ধারাবাহিক পুরুস্কার লাভ করার পর পুণরায় “শেরে-বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২২” সম্মাননা ও সনদপত্রে ভুষিত হওয়ার খবরে বান্দরবান পার্বত্য জেলা, লামা উপজেলার রাজনৈতিক ও সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন পেশাজীবী মহলজুড়ে সর্বত্র শুভেচ্ছা অভিনন্দন অব্যাহত ভাবে চলছে।