বাংলাদেশ ছাত্রলীগ চকরিয়া উপজেলা শাখা ছাত্রলীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আরহান মাহমুদ রুবেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আকিত হোসেন সজীব’র সঞ্চালনায় বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টায় জন্মদিন উপলক্ষে আনন্দ মিছিল, কেক কর্তন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয় এবং তার পরিবারের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
এসময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা ছাত্রলীগ নেতা জামশেদ উদ্দিন, জুলফিকার আলী ভুট্টো, মোহাম্মদ সুজন, আজমিহি তাজিদ, আরিফুল ইসলাম রবিন, মেহেদী হাসান রিমন,জাহেদুল ইসলাম,যুবনেতা মেহেদী হাসান নাহিদ,হারবাং ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আল-ফয়সালুর রহমান,ফাঁসিয়াখালী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ সাকিব, ডুলাহাজারা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সাজ্জাদ হোসেন,সাধারণ সম্পাদক মোহাম্মদ আনাছ,সাংগঠনিক সম্পাদক জিয়াবুল হাসান জিয়া, সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রায়খান শরীফ বাবু, লক্ষ্যারচর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মাহবুবুর আলম মাহবুব,কৈয়ারবিল ইউনিয়ন ছাত্রলীগ নেতা নুরশেদ, টিটু,রাশেদ,সাইফুল,জসীমউদ্দিন বাবু,এরশাদ, রিয়াজ চৌধুরী সহ আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচির আগে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকিত হোসেন সজীব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাওয়ার বিস্তারিত বর্ণনা তুলে ধরেন। এ সময় তারা শেখ হাসিনার সরকারকে দেশের উন্নয়নের স্বার্থে বারবার দরকারের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং পদ্মা সেতু সহ বিভিন্ন মেগা প্রকল্পের মাধ্যমে দেশ এগিয়ে যাওয়ার কথা বলে কর্মসূচি সমাপ্ত করেন।