আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স বাংলাদেশের জেলা-৩’র ৪২তম জেলা সম্মেলন ‘গ্রিনএপেক্স’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নগরীর হোটেল আগ্রাবাদের ইছামতী হলে এই জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা গভর্নর এপে. মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান। অতিথি হিসাবে বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপে. ইলিয়াছ জসিম, দৈনিক সমকালের বিভাগীয় সম্পাদক ও ব্যুরো প্রধান সারওয়ার সুমন, এনভিপি এপে. মাহমুদুল হক সাবু, সদ্য প্রাক্তন সভাপতি এপে. নিজাম উদ্দিন পিন্টু, এপেক্স ইন্ডিয়ার জাতীয় সভাপতি এপে. শ্যামল কারাক, এনআইআরডি এপে. এম. বেলাল হোসেন, এলজি পিএনপি এপে. ডা. জবিউল হোসেন, এলজি পিএনপি শাহ আলম নিপু, সেক্রেটারি এডভোকেট মীর ফেরদৌস সেলিম প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন কমিটির চেয়ারম্যান এপে. গোলাম কবির। সম্মেলনে জেলা গভর্নর এবং জেলার ক্লাব সমূহ তাদের প্রতিবেদন পেশ করেন। সম্মেলনে ২০২৩ সালের জন্য জেলা গভর্নর নির্বাচিত হন এপে. শেখ আকতারুজ্জামান পারভেজ।
সম্মেলনে সমাজের কমভাগ্যবানদের মাঝে সেবা কার্যক্রম পরিচালিত হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত সম্মেলনটি এপেক্স জেলা-৩’র ১৮টি ক্লাবের এপেক্সিয়ানদের মিলন মেলায় পরিণত হয়।
উল্লেখ্য, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স বাংলাদেশ- সারাদেশে ৯টি জেলায় (জোনে) ১৪০টি ক্লাবের ৫ হাজার এপেক্সিয়ানদের নিয়ে সমাজের কম ভাগ্যবানদের জন্য কাজ করে যাচ্ছে।