কক্সবাজারের পেকুয়ায় পুলিশ অভিযান চালিয়ে ৫হাজার পিস ইয়াবাসহ দু’জনকে আটক করেছে। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের টইটং বাজারের আবিদের ‘কার ওয়াসিং’ সেন্টারের সামনে এ দু’জনকে আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে ৫হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ও একটি মোটর সাইকেল জব্দ করে।
আটককৃতরা হলেন,লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার কেরোয়া ইউপির লুদুয়া লাটিয়া বাড়ি এলাকার শাহজানের ছেলে খোরশেদ আলম (৩৩) ও নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ভুঁইয়াবাড়ি এলাকার গোলাম মাওলার ছেলে মো. সাজু (৩২)।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক মো.ওমর হায়দার বলেন,চেকপোস্ট চলাকালীন সময়ে এসআই শেখ ফরিদের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ দু’জনকে আটক করে। এ বিষয়ে পুলিশ বাদি হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা (০৭/১৭৬) মামলা দায়ের করেছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।