কক্সবাজারের চকরিয়া পৌসভার ১.২.৩,ও ৮ নম্বর ওয়ার্ডের শীতার্ত হতদরিদ্র সমাজের পিছিয়ে পড়া গরীব অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছেন লন্ডন প্রবাসী চকরিয়ার কৃতি সন্তান এমডি জামাল চৌধুরী ।
সোমবার (২৩ জানুয়ারী) দুপুর ২টার সময় ইমপ্লিমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গদের উপস্থিতিতে পৌরসভার ১নম্বর ওয়ার্ডের কাজীর পাড়া স্টেশনে ৫শতাদিক নারী পুরুষদের মাঝে এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
লন্ডন প্রবাসী এমডি জামাল চৌধুরী বলেন, আমি দীর্ঘসময় ধরে স্বপরিবারে সুদুর লন্ডনে বসবাস করলেও, জন্মস্থানের মানুষগুলোর ভালবাসা আমাকে বার বার দেশের মাটিতে নিয়ে আসে । শুনেছি এই শীতে হতদরিদ্র সমাজের পিছিয়ে পড়া মানুষরা অনেক কষ্টের মধ্যে আছে। তাদের মধ্যে অনেকের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। তাই আমি লন্ডনথেকে ছুটে এসে আমার ব্যাক্তিগত তহবিল থেকে আমার এলাকার শীতার্ত অসহায় দুঃস্থ নারীপুরুষদের জন্য কম্বল নিয়ে তাদের পাশে এসেছি। তিনি আরও বলেন, আমি এলাকার স্কুল, মাদ্রসা, মসজিদসহ সমাজের পিছিয়ে থাকা মানুষদের স্বাবলম্বী করতে তাদের পাশে সবসময় ছিলাম, আছি, আগামীতেও থাকব ।আমার পক্ষথেকে এ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
স্থানীয় সমাজকর্মী মোহাম্মদ জাহেদুল ইসলাম বলেন , ইমপ্লিমেন্ট ফাউন্ডেশনের সহযোগিতায় ও এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিদের সমন্ময়ে গঠিত টিম এলাকার প্রতিটি ঘরে ঘরে জরিপ করেন এবং প্রকৃত দুঃস্থ অসহায় হতদরিদ্রদের সনাক্ত করা হয় । আজ আমাদের এলাকার কৃতিসন্তান লন্ডন প্রবাসী এমডি জামাল চৌধুরী এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিদের উপস্থিতিতে পৌরসভার ১.২.৩,ও ৮ ওয়ার্ডের শীতার্থ ৫ শতাধিক মানুষকে কম্বল বিতরণ করেন।