• শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৮:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
আধিপত্য বিস্তার নিয়ে কুপিয়ে খুন, বদলা নিতে ৬ বাড়িতে আগুন বেনাপোল সীমান্তে ফেনসিডিল-গাঁজা উদ্ধার, আটক ২ আমতলীতে জাহানারা লতিফ মোল্লা ফাইন্ডশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ মালুমঘাট দিশারী সমিতির কমিটি গঠন ও ইফতার মাহফিল,আলোচনা সভা সম্পন্ন ১৮ হাজার কমিউনিটি ক্লিনিকে তৃনমুলের স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছে সরকার – পলক ঠাকুরগাঁওয়ে মেধাবী শিক্ষার্থীকে সাইকেল ও নগত অর্থ প্রদান তিন মাসে ৫৬ সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন — আইন ও সালিশ কেন্দ্র কোটচাঁদপুরে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ নিহত ১ সংযুক্ত আরব আমিরাতে মৃত্যুবরণ করা চকরিয়ার তিন প্রবাসীর জানাজা সম্পন্ন ঝিনাইদহ পৌরসভার কলাবাগানপাড়ারতিনটি রাস্তার কাজের উদ্বোধন

পেকুয়ায় দরবার সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগ!

সাইফুল ইসলাম বাবুল, পেকুয়া / ১০৫ Time View
আপডেট : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

সরেজমিনে দেখা যায়, পেকুয়ার রাজাখালী ইউনিয়ের বকশিয়াঘোনা, ছরি পাড়া, বদি উদ্দিন পাড়া, সুন্দরী পাড়া, চলাচলের একমাত্র সড়ক। দরবার সড়ক নামে পরিচিত এই সড়ক। গত পনের বছর আগে মাটি ও ইট বিছিয়ে সংস্কার করা হয়েছিল। এর পরে থেকে আর কোন সংস্কার না হওয়ায় সড়কটির বেহাল দশা। সড়কটির ইট ও মাটি সরে গিয়ে একেকটি গর্ত যেন মরণফাঁদে পরিণত হয়েছে। এমনকি এই সড়কটি লবণের মাঠের সাথে একাকার হয়ে গেছে। এতে প্রতিদিন ঘটে যাচ্ছে ছোটখাটো দূর্ঘটনা। সড়কটি বেহাল দশার কারণে জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেনের বাড়ি থেকে বেড়িবাঁধ পর্যন্ত দেড় কিলোমিটারের সড়ক। এই সড়ক দিয়ে চার গ্রামের অন্তত সাত হাজার মানুষের চলাচল করে। দেড় কিলোমিটার এ সড়কের অবস্থা একেবারে নাজুক। সড়কের ইট আর মাটি সরে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে গেছে। এতে মানুষের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, সংস্কারের পনের বছর পেরিয়ে গেলেও কোন ধরনের সংস্কার হয়নি। সড়কের বিভিন্ন স্থানের ইট ও মাটি উঠে গিয়ে খানা-খন্দের কারণে যানবাহন চলাচলে দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। তারপরও ওই সড়ক দিয়ে প্রতিদিন শত শত লোকজনসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা চলাচল করতে বাধ্য হচ্ছে। রাতের অন্ধকারে ওই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারীরা। সড়কটিতে বড় বড় গর্তের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে পথচলা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। সড়কের কিছু অংশে ইট থাকলেও একেবারেই চলাচলের অনুপযোগী।

স্থানীয় জাকের আহমদ বলেন , সড়কটির অবস্থা খুবই নাজুক। এমন দুরাবস্থাপূর্ণ সড়ক পুরো উপজেলায় আর নেই। স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সড়কটি মেরামতের জন্য অনুরোধ জানান তিনি।

স্থানীয় ফরিদ সাওদাগর বলেন,এ সড়কটি যেন দেখার কেউ নেই। প্রতিদিন এ সড়ক দিয়ে শত শত লোকজন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে। রাতে অন্ধকারে চলাচল করতে গিয়ে এলাকার লোকজন দুর্ঘটনার কবলে পড়ে।

পথচারী নুরুল ইসলাম বলেন, সড়কটির এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের। কারণ তাদের দীর্ঘ ভাঙা পথ পাড়ি দিয়ে চলাচল করতে হচ্ছে। যার কারণে স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সময় মতো শিক্ষার্থীরা যেতে পারে না।

ওই সড়কে চলাচলকারী এক শিক্ষার্থী বলেন, সড়কটির বেশির ভাগ স্থানই ভেঙে গেছে। যার কারণে স্কুলে যেতে খুবই কষ্ট হয়। আমরা চাই সড়কটি দ্রুত মেরামত করে দেওয়া হোক।

এ ব্যাপারে পেকুয়া উপজেলা প্রকৌশলী আসিফ মাহমুদ বলেন, সদ্য যোগদান করছি মাত্র। পরিদর্শনে যাব, আপনার থেকেই জানতে পারলাম সড়কটির অবস্থা খুবই নাজুক। সড়কটি দ্রুত সময়ে সংস্কারের জন্য প্রস্তাব পাঠানো হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো ক্যাটাগরি