কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারাস্হ বঙ্গবন্ধু শেখ সাফারী পার্কের দর্শনার্থীর আনন্দদায়ক হিংস”রাসেল”এর অকাল মৃত্যূ।মৃত্যূকালে রাসেলের বয়স হয়েছিল ১৬ বছর।
৩১ জানুয়ারী সন্ধ্যার সময় সংরক্ষিত বেষ্টনীতে চিকিৎধিন অবস্হায় মারা যান।
মৃত্যূের বিষয়টি নিশ্চিত করেন-রেঞ্জকর্মকর্তা মাজাহারুল ইসলাম।
রাসেলের মৃত্যূের বিষয়ের অত্যন্ত দুঃখের সাথে তিনি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে দর্শনার্থীদের আনন্দদায়ক হিংস”রাসেল”দীর্ঘদিন যাবৎ অসুস্থতায় ভোগছিলেন।রাসেলের জন্য গত ১০ জানুয়ারী ৫সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।মেডিকেল বোর্ডের পরামর্শ মতে হিংস”রাসেল”এর চিকিৎসা চলছি।চিকিৎধিন অবস্হায় গত ৩১ জানুয়ারী সন্ধ্যার সময় ১৬বছর বয়সী রাসেল নামের হিংসটি মারা গেছেন।এবিষয়ে চকরিয়া থানায় সাধারণ ডায়েরী করা হয়।পোস্টমর্টেম রিপোর্ট কাজ চলছে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।