চকরিয়া পৌরসভার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পালাকাটা দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কতিক প্রতিযোগিতা-২০২৩ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান মাদরাসা প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে।
শনিবার (১১ মার্চ’২৩) সকাল ১০টায় মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি শফিউল আলম বাহারের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মোহাম্মদ জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসা সুপার মাওলানা নুরুল হোছাইন।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,মাননীয় সাংসদ কক্সবাজার-০১(চকরিয়া-পেকুয়া) আসনের মাটি ও মানুষের প্রিয় নেতা আলহাজ্ব জাফর আলম বিএ (অনার্স) এম এ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান, চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কে.এম ছালাউদ্দীন ও সাবেক চিরিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন বিএ
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সহ-সুপার এহেছানুল হক নাঈমী,শিক্ষিকা রোমেনা রহমান, সালমা আখতার, শিক্ষক মোহাম্মদ কাউছার, নুরুচ্ছমদ নূরী, প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি মোহাম্মদ নুরুন্নবী, সাধারণ সম্পাদক শিল্পী শোয়াইব বিন হাবিব, সাংগঠনিক সম্পাদক ওবাইদুল হাকিম মারুফ ও মাদ্রাসার ছাত্র ছাত্রী প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ শাফায়াত ফারুক, মাষ্টার হাবিবুর রহমান, সাংবাদিক মুনির আহমদ, মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য নাজেম উদ্দিন, সাহেদুল ইসলাম, মোজাম্মেল হক, প্রাক্তন ছাত্র সংসদের প্রধান উপদেষ্টা মাস্টার মুহাম্মদ মুজিবুল হক, নির্বাহী উপদেষ্টা প্যানেল চেয়ারম্যান লিয়াকত আলী,আতিকুর রহমান, মোঃ সাজ্জাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সাংসদ আলহাজ্ব জাফর আলম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা শিক্ষা হাতে সর্বোচ্চ বাজেটে আজ শিক্ষা প্রতিষ্ঠান বদলে গেছে। তিনি আরো বলেন, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান পালাকাটা দাখিল মাদ্রাসার শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবেশ দেখে সন্তোষ্ট প্রকাশ করেন।
উক্ত অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র সংসদ, হাজী আবদুচ ছালাম ফাউন্ডেশন ও মাদ্রাসার শিক্ষক মুজিবুর রহমান (তার মাতা- পিতার স্মরণে) পুরস্কারে আর্থিক সহযোগিতা এবং মাদ্রাসার পক্ষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষক কর্মচারী,ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ক্যাটাগরির আকর্ষণীয় পুরস্কার তুলে দেন সম্মানিত অতিথিবৃন্দরা।
এদিকে প্রাক্তন ছাত্র সংসদের অর্থায়নে একটি নান্দনিক মানসম্মত মাদরাসার গেইট তথা প্রধান ফটক নির্মাণের ঘোষণা দেন সংসদ সভাপতি নুরুন্নবী।