কৃষক হত্যা দিবস উপলক্ষে ঠাকুরগাঁয়ে ১৫ মার্চ দুপুর ৩টায় জেলা পরিষদ অডিটরিয়াম বিডিহলে জেলা কৃষক লীগের আয়োজনে বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলার প্রতিটি উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে কৃষক সমাবেশে যোগদান করেন।
এতে বিডি হল চত্বর কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় ।
জেলা কৃষক লীগের সভাপতি পবারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি ও পানি সম্পদ সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন মুহা,সাদেক কুরাইশী,ঠাকুরগাঁও জেলা পরিষদ, দীপক কুমার রায়, সম্পাদক ঠাকুরগাঁও জেলা আঃলীগ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুল লতিফ তারিন, কেন্দ্র কমিটির সহ-সভাপতি বাংলাদেশ কৃষকলীগ, আরমানুল হক পার্থ কেন্দ্র কমিটির কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ কৃষক লীগ, এ্যাড, অরুণাংশু দত্ত টিটো সভাপতি সদর উপজেলা আঃলীগ ও উপজেলা চেয়ারম্যান সহ জেলা ও উপজেলার প্রতিটি নেতা কর্মী কৃষক সমাবেশ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন, ঠাকুরগাঁও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক, ফরহাদ আহাম্মেদ চৌধুরী।