• মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১১:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
আমতলীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২ বিআরটিএ ও ডামের উদ্যোগে ১৮০ গণপরিবহণ চালককে প্রশিক্ষণ প্রদান সিংড়ায় পুর্ব শত্রুতার জেরে বাড়িতে হামলা গাইবান্ধায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্থর স্থাপন উদ্বোধন করেন হুইপ গিনি গাইবান্ধার ফুলছড়ি উদাখালী উচ্চ বিদ্যালয়ে দ্বিতল একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন এমপি রিপন গোবিন্দগঞ্জ বিনামূল্যে পাটবীজ বিতরণ ভোট না দেয়ায় জেলেদের চাল দেয়নি ইউপি সদস্য আমতলী গাজীপুর বন্দর বাজারের স্টলে গোয়ালঘর! পেকুয়ায় ঋনদান সমিতির ৭হাজার সদস্যের মাঝে ইফতার সামগ্রী বিলি চকরিয়ায় জায়গা দখলের চেষ্টায় দুর্বৃত্তের হামলায় রিক্সা চালক ও নারীসহ আহত-৩

দ্বিতল বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ: দুই মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিনিধি, চকরিয়া / ৫১ Time View
আপডেট : বুধবার, ১৫ মার্চ, ২০২৩

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় দ্রুতগামী যাত্রীবাহী দ্বিতল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুই মোটরসাইকেল আরোহী। এ সময় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং সড়ক থেকে ছিটকে পড়ে। মর্মান্তিক এই দুর্ঘটনার সময় দেহ থেকে একজনের মাথাও বিচ্ছিন্ন হয়ে পড়ে।

বুধবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়া স্টেশনের কাছে আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী দুজন হলেন বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের খরপাইন ঝিরি গ্রামের আবু মুছার পুত্র হাফেজ মো. ইসমাইল সিদ্দিকী (৩৮) ও আমতলী এলাকার মো. বশির আলমের পুত্র মো. আরমান শাকিল (২৪)।

মহাসড়কের বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক খোকন রুদ্র জানান, দুর্ঘটনার পরপরই মোটরসাইকেল আরোহী দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) ইমন কান্তি চৌধুরী জানান, সড়ক থেকে দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে নিহত দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি জানান, যাত্রীবাহী বাসটির চালক ও সহকারী পলাতক থাকায় তাদের আটক করা যায়নি। বাসটি জব্দ করা হয়েছে। ওই বাসের কোনো যাত্রীর ক্ষতি হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো ক্যাটাগরি