⭕সুখবর ⭕সুখবর ⭕সুখবর
আসন্ন পবিত্র রমজান উপলক্ষে সিঙ্গার কোম্পানির একমাত্র শোরুম “সিঙ্গার প্লাস চকরিয়া থানার রাস্তার মাথা (ব্রাক ব্যাংক বরাবর মেইন রোডের পশ্চিম পাশে) শোরুমে চলছে ৭দিন ব্যাপী এসি ডিসকাউন্ট মেলা।
৭ দিন ব্যাপী সিঙ্গার এসি ডিসকাউন্ট মেলা মঙ্গলবার (১৪ মার্চ) সকালে সিঙ্গার প্লাস শোরুম চকরিয়া থানা রাস্তার মাথায় শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন
সিঙ্গার বাংলাদেশ লিমিটেড এর সেলস ম্যানেজার মতিউর রহমান। এতে উপস্থিত ছিলেন সিঙ্গার বাংলাদেশ লিমিটেড এর এরিয়া মেনেজার রাজিব চৌধুরী , জেলা ব্যবস্থাপক আতিকুর রহমান, ব্রাঞ্চ ম্যানেজার আনোয়ার হোছাইন, ডিস্ট্রিক ১৯ এর ব্রাঞ্চ ম্যানেজার বৃন্দ সহ সিঙ্গার চকরিয়া থানা রাস্তার মাথা শোরুমের ব্রাঞ্চ এসিস্ট্যান্ট বৃন্দ উপস্থিত ছিলেন।
সেলস ম্যানেজার মতিউর রহমান জানান, সিঙ্গার এসি ডিসকাউন্ট মেলায় রয়েছে মাত্র ১০ হাজার টাকা ডাউন পেমেন্টে এসএমএসের মাধ্যমে পেতে পারেন লক্ষ টাকার শপিং ভাউচার। ৬ মাসের জিরো পারসেন্ট ইন্টারেস্টে সহজ কিস্তি ছাড়াও রয়েছে ইনস্টেন্ট ক্যাশ ডিসকাউন্ট এবং ফ্রী ইনস্টলেশন ও হোম ডেলিভারি।
পরিবেশ বান্ধব R32 গ্যাস সমৃদ্ধ সিঙ্গার গ্রীণ ইনভার্টার এসিতে ৬০% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী। রুমকে দ্রুত ঠান্ডা করা এই এসিতে 4 in Filter হওয়ায় নিশ্চিত করে বিশুদ্ধ বাতাস।
৭ দিন ব্যাপী সিঙ্গার এসি ডিসকাউন্ট মেলা শুধুমাত্র কোম্পানির নিজস্ব শোরুম চকরিয়া থানা রাস্তার মাথায় চলবে বলে জানান জেলা ব্যবস্থাপক আতিকুর রহমান।