আমতলীতে যথাযোগ্য মর্যদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘১০৩ তম জন্মবার্ষিকী’ ও ‘জাতীয় শিশু দিবস’ পালিত হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পস্তবক অর্পণ করের, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগেরর নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বের উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা ও সাংস্কৃকি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও সূধিজনরা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ কেককাটাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।