(১৭ মার্চ)শুক্রবার সকালে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু প্রকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনায় অংশ গ্রহণ করেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে অফির্সাস ক্লাব মিলনায়তনে নবাগত উপজেলা নির্বাহী অফিসার উছেন মে এর সভাপতিত্বে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। জন্মদিন উপলক্ষে কেক কাটার মধ্যে দিয়ে প্রধান অতিথীর বক্তব্যে মাননীয় জাতীয় সংসদ সদস্য এ্যাড.শফিকুল আজম খাঁন চঞ্চল, হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর দেশ ও জাতির কল্যাণে নিয়জিত বিভিন্ন উন্নয়ন মূলোক কর্মকাণ্ড তুলে ধরেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শরিফুন্নেছা মিকি। পৌর মেয়র সহিদুজ্জামান সেলিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, উপজেলা সহকারী কমিশনার ভূমি নিরুপমা রায়, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নূরুল ইসলাম খান বাবলু, সহ-সভাপতি ফারজেল হোসেন মন্ডল, ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন, মডেল থানার অফিসার ইনর্চাজ মঈন উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুর রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাবেক উপজেলা যুবলীগের সভাপতি মীর কাশেম, সাধারণ সম্পাদক রিপন মন্ডল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার, কৃষি অফিসার মহাসীন আলী, সমাজ সেবা অফিসার জহুরুল ইসলাম, সাফদারপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান, কুশান ইউনিয়ন চেয়ারম্যান শাহরুজ্জামান সবুজ প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চলনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা শিল বেগম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক সরকার। সে সময় রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ছাত্র ছাত্রী , সামাজিক সংগঠন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ, উপস্থিত ছিলেন।