চকরিয়ার সাহারবিলে মাইজঘোনাস্থ আছ-ছফা আদর্শ শিক্ষা নিকেতনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩ বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) সকাল আটটায় এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আছ ছফা ফাউন্ডেশনের সহ-সভাপতি মাস্টার আবদুল মান্নান।
পরিচালনা পর্ষদের পরিচালক মোঃ কুতুব উদ্দিনের সভাপতিত্বে ও পরিচালক মাওলানা মোজাম্মেল হকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক এইচ.এম নুরুল হান্নান।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবক-অভিভাবিকাসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
এদিকে আজ শনিবার (১৮মার্চ) বিকাল চারটায় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। এছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থী ও অতিথি শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।