কক্সবাজারের পেকুয়ায় টইটং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরষ্কার বিতরণ অনুষ্টান শেষ হয়েছে। ১৮ মার্চ (শনিবার) দুইদিন ব্যাপী ওই অনুষ্টানের সমাপনী অনুষ্টানে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়েছে। ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপনকে ঘিরে টইটং উচ্চ বিদ্যালয়ে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংষ্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১৮ মার্চ দুইদিন ব্যাপী ওই অনুষ্ঠানের পরিসমাপ্তি করা হয়েছে। এ সময় বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীরা বার্ষিক ক্রীড়া ও সাংষ্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বেশ কয়েকটি চমকপ্রদ ইভেন্টে প্রতিযোগিরা অংশগ্রহণ করেন। রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি, দেশাত্মবোধক গান, পল্লীগীতি, আঞ্চলিক ও আধুনিক সঙ্গীত নিয়ে মঞ্চায়ন করা হয়েছে। এ সময় বিজয়ীদের মাঝে পুরষ্কার ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টইটং ইউপির চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী, ইউনিয়ন আ’লীগ সভাপতি ছরওয়ার কামাল চৌধুরী, ইউপি সদস্য মনজুর আলম, মাওলানা আবদুল হক মেম্বার, দিলোয়ারা বেগম মেম্বার, ছাত্রলীগ নেতা কামাল হোসাইন প্রমুখ।