ঝিনাইদহ কোটচাঁদপুর ৭ নম্বর ওয়ার্ডের পালপাড়ার বাসিন্দা আমিনা খাতুন নামে এক মহিলার বিধবার ভাতার টাকা হাতিয়ে নিল বিকাশ প্রতারক, তিনি জানান গতকাল সকাল দশটার দিকে এক অপরিচিত নাম্বারে ফোন আসে এবং তার কাছে তিন নাম্বার যাওয়া হয় এবং সরল সোজা মহিলাটি অচিরে ই পিন নাম্বারটি বলে দেয়, পরে নিজে বিকাশের দোকানে আসে টাকা তোলার জন্য এবং দোকানদার বলে আপনার একাউন্টে কোন টাকা নেই, এ কথা শুনে বিদ্যাকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়, উপার্জন অক্ষম বৃদ্ধাটি খুবই কষ্টের দিন কাটায়, আপনারা সবাই এই প্রতারক চক্র থেকে বাঁচতে সতর্ক থাকবেন।
বিস্তারিত আসছে–