চকরিয়ার ঐতিহ্যবাহী হারবাং হামেদিয়া দাখিল মাদরাসার নূরানী শাখার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩ এবং এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (১৮ মার্চ) সকাল আটটায় মাদরাসা প্রাঙ্গণে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। এর পরপরই মাদরাসা মিলনায়তনে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দুপুর একটায় মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি জাহেদুল আলম লিটনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসা সুপার মাওলানা মুহাম্মদ নুরুল আলম।
বিশেষ অতিথি ছিলেন তরুণ রাজনীতিবিদ সাবেক ছাত্রনেতা মুহাম্মদ জুনাইদ সিকদার।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নূরানী মাদরাসার বিভিন্ন পর্যায়ের শিক্ষকসহ শিক্ষার্থীদের অভিভাবক অভিভাবিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে বিভিন্ন পর্যায়ের আকর্ষণীয় পুরস্কার তুলে দেন।