চকরিয়া উপজেলার ডুলাহাজারাতে জায়গা দখল নিতে ভাড়াটিয়া লোকজন নিয়ে নুরুন্নবীর বসতঘর ভাংচুর,লুটপাট ও মারধরের অভিযোগ।এবিষয়ে থানায় অভিযোগ দায়ের করেন ভূক্তভোগি নুরুন্নবী।
রবিবার (১৯ মার্চ) সকাল ৬টার দিকে উপেলার ডুলাহাজারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চা-বাগান গ্রামে এঘটনা ঘটেছে।
অভিযোগকারী-নুুরুন্নবী(৩৫) ওই এলাকার মোঃ ইউছুফের ছেলে।
ভূক্তভোগি নুরুন্নবীর দায়েরকৃত অভিযোগ সূত্রে জেনেছি,ভূক্তভোগি অভিযোগকারী নুরুন্নবীর মা রশিদা বেগম চা-বাগান এলাকার ওয়াজ উদ্দিনের মেয়ে। পিতার ওয়ারিশান হিসাবে রশিদা বেগম বিএস-৪৭,বিএস দাগ-৭৯৯,৭৯৮ থেকে ৪৭ শতক জায়গা প্রাপ্ত হয়।এই জায়গাতে রশিদার মৃত্যূের পরে তার ছেলে অভিযোগকারী নুরুন্নবী বাড়ী নির্মাণ করে বসবাস করে চলছেন।এমতাবস্থায় লোভের বর্শবর্তী হয়ে নুরুন্নবীর আপন মামা আব্দু শুক্কুর সহ আরো ৯/১০জন লোকজন নিয়ে হঠাৎ রবিবার সকালে তার বসতঘরটি ভাংচুর,লুটপাট করেছেন।এসময় অভিযোগকারী নুরুন্নবী ঘর থেকে বের হয়ে তাদেরকে বাঁধা দিলে,নুরুন্নবীকে বেদকড় মারধর করে।এসময় বসতঘরে থাকা মূল্যবান আসবাপত্র,নগদ টাকা,মোবাইল ছিনিয়ে নিয়েছেন এই দখল বাজরেরা।এবিষয়ে পাশ্ববর্তী লোকজন প্রত্যক্ষ স্বাক্ষী হিসেবে রয়েছেন।
চকরিয়া থানার এএসআই মামুনুর রশিদ বলেন,অভিযোগ পেয়েছি।আমি সরেজমিনে গিয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্হা নিব।