কক্সবাজারের পেকুয়ায় আরো ২৭ টি স্বপ্নের বাড়ি পাচ্ছেন ভূমিহীন পরিবার। মুজিব বর্ষের বরাদ্ধ থেকে এ সব পরিবারকে ঘরগুলি হস্তান্তর করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের নির্মিত ঘরগুলি হস্তান্তরের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
মুজিব বর্ষের ১ম পর্যায়ের ৪র্থ ধাপে এ সব ঘরগুলি গৃহহীন ও ভূমিহীন পরিবারগুলোর মাঝে বিলি করা হবে। ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। এ উপলক্ষে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। এ দিকে ৪র্থ ধাপের ২৭ টি বাড়ি হস্তান্তর ও প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে পেকুয়ায় শুভ উদ্বোধন পূর্ব প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ (মঙ্গলবার) বিকেলে পেকুয়ায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে পেকুয়ার কর্মরত প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সাংবাদিক এবং গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে বক্তব্য রাখেন পেকুয়ার ইউএনও পূর্বিতা চাকমা। এ সময় প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন পেকুয়ার সহকারী কমিশন (ভূমি) জাহিদুল ইসলাম। প্রেস ব্রিফিংয়ে পেকুয়ার ইউএনও পূবির্তা চাকমা বলেন, বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ তৈরী করে দেওয়া কার্যক্রম চলমান রয়েছে।
২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী পেকুয়া উপজেলায় ৪র্থ পর্যায়ে আরো ২৭ টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে মুজিব বর্ষের ঘর হস্তান্তর করবেন। এ সব পরিবারকে ওই দিন তৈরীঘরসহ জমির দলিল ও ঘরের চাবি বুঝিয়ে দেওয়া হবে। ৪র্থ ধাপে রাজাখালী মৌজার ২ নং ওয়ার্ডে ১০ টি, টইটংয়ের জালিয়ার চাং এ ৪ টি, বনকাননে ৩ টি, টইটংয়ের সোনাইছড়ি মৌলভীপাড়ায় ১০ টিসহ ২৭ টি বাড়ি উপকারভোগীর মাঝে হস্তান্তর করা হবে।