কক্সবাজারের পেকুয়ায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে মাথায় কুপিয়ে জখম করা হয়েছে। তাকে লোহার রড দিয়ে বামপায়েও হাঁড়ভাঙ্গা জখম করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ২১ মার্চ (মঙ্গলবার) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ভেলুয়ারপাড়ায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম মোহাম্মদ বাদশাহ মিয়া (৭০)। তিনি ওই এলাকার মৃত সোলতান মিয়ার পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, বসতভিটার সীমানা নিয়ে মোহাম্মদ বাদশাহ মিয়া ও প্রতিবেশী মৃত মো: কালুর পুত্র জয়নাল আবেদীনের মধ্যে বনিবনা চলছিল। ঘটনার দিন বিকেলে বৃদ্ধ বাদশাহ মিয়া নিজ বসতভিটায় কাজ করছিলেন। এ সময় দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। প্রত্যক্ষদর্শী গৃহবধূ তছলিমা বেগম জানান, আমি বাদশাহ মিয়ার পুত্রবধূ। আমার শ্বাশুড় ভিটায় কাজ করছিলেন। এ সময় পিছুন দিক থেকে এসে জয়নাল আবেদীনের ছেলে মোহাম্মদ হাসান ও জয়নাল আবেদীনসহ ৩ জন মিলে আমার শ্বাশুড়কে ধারালো দা দিয়ে মাথায় কুপিয়ে জখম করে। এ ছাড়া তাকে লোহার রড দিয়ে বাম পায়ে হাঁড়ভাঙ্গা জখম করা হয়েছে। প্রতিবেশী মনজুর আলম জানান, জখম হওয়ার পর ওই বৃদ্ধ অজ্ঞান হয়ে যায়। আমরা ধরাধরি করে হাসপাতালে নিয়ে এসেছি। পুত্রবধূ আয়েশা বেগম জানান, স্বামী-স্ত্রী, ছেলে ৩ জনই ক্ষিপ্ত হয়ে এ হামলা করে। পেকুয়া থানার ওসি ওমর হায়দার জানান, লিখিত অভিযোগ দিলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।