কক্সবাজারের পেকুয়ায় কোদাইল্যাদিয়ায় অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর চ্যাম্পিয়ন হয়েছে ওয়াজ উদ্দিন একদাশ। তারা ওই টুর্নামেন্টের ফাইনালে ট্রাইব্রেকারে মরিচ্যাদিয়া একাদশকে হারিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্টপি ঘরে তোলেছে। বুধবার ২২ মার্চ বিকেলে মগনামা ইউনিয়নের কোদাইল্যাদিয়া মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের দুই চিরপ্রতিদ্বন্দী ফাইনালে মুখোমুখি হয়। এ সময় স্বাগতিক কোদাইল্যাদিয়ার ওয়াজ উদ্দিন একাদশ জয়লাভ করেছে। মগনামা ইউনিয়নের দক্ষিণ মগনামা কাজী বাজারের নিকটে কোদাইল্যাদিয়া যুব সংগঠনের উদ্যোগে অলিম্পিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। চলতি বছরের ১৫ ফেব্রæয়ারী কোদাইল্যাদিয়া মিনি স্টেডিয়ামে ওই টুর্নামেন্টের খেলা উদ্বোধন হয়েছিল। কোদাইল্যাদিয়া যুব সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে ৩২ টি দল অংশ নেয়। দিবারাত্রির নকআউট পর্বের চুড়ান্ত ফাইনাল ম্যাচ ওই দিন বিকেলে মিনি স্টেডিয়ামে চলছিল। নির্ধারিত ৫০ মিনিটের খেলায় কোন দলই গোল করতে সক্ষম হয়নি। এরপর খেলা নিস্পত্তি হয়েছে ট্টাইব্রেকারের মাধ্যমে। ট্টাইব্রেকার শটে ওয়াজ উদ্দিন একাদশের খেলোয়াড়রা বল জালে পাঠাতে সক্ষম হয়। এতে ওই একাদশ এ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। মগনামা ইউপির প্যানেল চেয়ারম্যান ও স্থানীয় ইউপি সদস্য বদিউল আলম ওই টুর্নামেন্টের প্রধান উদ্যোক্তা ও প্রধান পৃষ্ঠপোষক ছিলেন। খেলায় বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ ট্টপি বিতরণ করেন প্রধান অতিথি মগনামা ইউপির চেয়ারম্যান মো: ইউনুছ চৌধুরী, প্রধান পৃষ্ঠপোষক ইউপি সদস্য বদিউল আলম, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মুহাম্মদ হাসেম, সাংবাদিক রিয়াজ উদ্দিন, সাংবাদিক দিদারুল করিম, সাংবাদিক ইমরান হোসাইন, ইউপি সদস্য কাশেম উদ্দিন, নুর মোহাম্মদ, আমির উদ্দিন প্রমুখ। খেলায় রেফারী ছিলেন বাফুফের সুমন দে, সাইফুø ইসলাম। স্থানীয়রা জানান, দক্ষিণ মগনামা কাজী বাজারে পূর্ব পাশে কোদাইল্যাদিয়ায় মিনি স্টেডিয়ামে অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। কোদাইল্যাদিয়া যুব সংগঠন ওই টুর্নামেন্টের আয়োজক কমিটি। এ কমিটির জৈষ্ঠ্য কর্মকর্তারা হলেন মো: ইলিয়াছ, রিদুয়ান, বাহাদুর, আবদু রহমান, জিয়াউল করিম, ইমন, ফোরকান, আসহাব উদ্দিন, ছাদেক, ওয়াজ উদ্দিনসহ এক ঝাঁক ক্রীড়া ব্যক্তিত্ব ও সংগঠক মিলে এ টুর্নামেন্ট আয়োজন করার উদ্যোগ নেন। উনাদের কঠোর শ্রম ও মেধা এবং অর্থের বিনিময়ে এ টুর্নামেন্টের সফল আয়োজন শেষ হয়েছে।