নিরাপদ সড়ক চাই (নিসচা’র) চকরিয়া উপজেলা শাখার আয়োজনে ও ট্রাফিক পুলিশের সহযোগিতায় জনসচেতনতামূলক সড়ক দূর্ঘটনা রোধ সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়।
২৩ মার্চ (বৃহস্পতিবার) বিকাল সাড়ে ৩ টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া পৌরশহর এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়।
এসময় সড়ক দুর্ঘটনা রোধে, সড়কে শৃংঙ্খলা ফেরাতে এবং ট্রাফিক আইন মেনে চলার জন্য সবাইকে সচেতন করা হয়। বিশেষকরে যাত্রী ও চালকদেরকে সচেতন করা হয়।
উল্লেখ্য, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চকরিয়া উপজেলায় প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে। সড়ক দুর্ঘটনা রোধে সরকারের পাশাপাশি নিরাপদ সড়ক চাই’র সদস্যরা দেশব্যাপী জনসচেতনামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন চকরিয়া ট্রাফিক পুলিশের এপিএসআই মিজান, কন্সটেবল ওমর আলী, নিরাপদ সড়ক চাই (নিসচা) চকরিয়া শাখার পৃষ্ঠপোষক খলিলুল্লাহ চৌধুরী, চকরিয়া উপজেলা শাখা’র সভাপতি সোহেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ফারুক রানা, দূর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. রিদুয়ানুল হক, যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী হোসেন, কার্যকরি পরিষদের সদস্য নুরুল ইসলাম, আব্দুর নুর সোহেল, জগদিস বড়ুয়া প্রমুখ।