ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান ও গমের বীজ নিজ উপজেলার চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য জেলায় ছড়িয়ে দেয়ার লক্ষে শনিবার (১ এপ্রিল) সকাল ১১ঘটিকায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলার রাতোর ইউনিয়নের ধামের হাটে অনুষ্ঠিত কৃষক মাঠ সমাবেশে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও খামার বাড়ি উপ-পরিচালক সিরাজুল ইসলাম।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন,দিনাজপুর অঞ্চল অধিদপ্তর কৃষি সম্পাসারণের উপ পরিচালক শফিকুল ইসলাম,প্রকল্প চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার সঞ্চয় দেবনাথ বলেন, এ উপজেলার ধান ও গমের বীজ দেশের বিভিন্ন উপজেলায় পাঠানো হয়। এ উপজেলার বীজ সম্ভাবনাময় বলে তিনি জানান।
কৃষকের মধ্যে বক্তব্য রাখেন
রাতোর ইউনিয়নের কৃষক আক্তারুল ইসলাম, গালাম ও খলিলুর রহমান,তারা বলেন, আমরা কৃষি অফিসের পরামর্শে এ ধান ও গম চাষাবাদ করেছি ফলন ভালো পেয়েছি, কৃষি অফিসারের পরামর্শে বীজ রেখে আমরা লাভবান হয়েছি।
অনুষ্ঠান শুরুর আগে সকল অতিথি বৃন্দ নেকমরদে ১১০ একর জমিতে সমলয় চাষের পরিদর্শন করেন এবং খোঁজখবর নিয়ে কৃষকদের পরামর্শ দেন।
অনুষ্টান সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।