ঝিনাইদহে অস্থির পেঁয়াজের বাজার। মাত্র ১০ দিনের ব্যবধানে পেঁয়াজের দাম মণপ্রতি ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত বেড়েছে।বৃহস্পতিবার (২৫ মে) ঝিনাইদহের সবচেয়ে বড় পাইকারি পেঁয়াজের হাট শৈলকুপায় প্রকারভেদে মণপ্রতি পেঁয়াজ ২ হাজার ২০০ টাকা থেকে ২ হাজার ৬০০ দরে বিক্রি হচ্ছে। অথচ মাত্র ১০ দিন আগেও এ হাটে প্রতি মণ পেঁয়াজের দাম ছিল ১ হাজার ৭০০ টাকা থেকে ২ হাজার টাকা।
আর দামের এ অস্বাভাবিক বৃদ্ধির পেছনে ব্যবসায়ীদের অজুহাত, হাটে পেঁয়াজের সরবরাহ কমায় দাম ঊর্ধ্বমুখী। এক ব্যবসায়ী বলেন, আমরা পেঁয়াজের বর্তমান দাম নিয়ে যথেষ্ট খুশি। দাম এরকম থাকলে কৃষকরা বাঁচবে।তবে কৃষকদের অভিযোগ, পেঁয়াজ উৎপাদন করে কৃষকরা তেমন লাভবান না হলেও বাড়তি মুনাফা হাতিয়ে নিচ্ছেন মধ্যস্বত্বভোগীরা।
পেঁয়াজের ন্যায্যমূল্য না পাওয়া নিয়ে আক্ষেপ প্রকাশ করে একজন কৃষক বলেন, যে সময়ে আমাদের কাছে পেঁয়াজ ছিল, সে সময়ে আমরা ন্যায্যমূল্য পাইনি। এখন সব পেঁয়াজ ব্যবসায়ীদের হাতে রয়েছে। বাড়তি দামে পেঁয়াজ বিক্রি করে তারা পকেট ভরছে। আমাদের মতো চাষিরা পাচ্ছে না।
এদিকে পেঁয়াজের বাজারের অস্থিরতা থামাতে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন ঝিনাইদহ জেলা বিপণন কর্মকর্তা গোলাম মারুফ খাঁন।
তিনি বলেন, জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক, আমরা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটদের সঙ্গে নিয়ে প্রতিনিয়ত মোবাইল কোর্ট অভিযান ও বাজার মনিটরিং অব্যাহত রেখেছি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের দেয়া তথ্যমতে, চলতি বছর জেলার ৬ উপজেলায় ৯ হাজার ৭৫৪ হেক্টর জমিতে ১ লাখ ৮২ হাজার ৫৫৮ মেট্টিক টন পেঁয়াজ উৎপাদন হয়েছে।