কক্সবাজারের পেকুয়ায় প্রতিপক্ষের হামলায় এক দিনমজুর গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মাথায় জখম, নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ, ডান পায়ে মারাত্মক জখম থাকায় তাকে কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে প্রেরণ করেন। শুক্রবার (২৬ মে) বিকেলে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। আহত দিনমজুরের নাম জামাল হোসেন (৩৫)। তিনি ওই এলাকার মৃত আবদুল হাকিমের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, বসতভিটার জায়গা নিয়ে ভারুয়াখালীতে মৃত আবদুল হাকিমের পুত্র জামাল হোসেন ও প্রতিবেশী আবুল কাসেমের পুত্র মো: সাদ্দাম হোসেন গংদের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেলে দিনমজুর জামাল হোসেন তার বসতভিটার বাগান থেকে শিববাঁশ কাটছিল। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে আবুল কাসেমের পুত্র মো: সাদ্দাম হোসেন, তার ভাই মো:মিজান, আবুল কাসেমসহ ৪/৫ জন মিলে দিনমজুর জামাল হোসেনকে এলোপাতাড়ি মারধর করে। এ সময় তাকে গলা চেপে ধরে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা চালানো হয়। এমনকি উত্তেজিত লোকজন লাঠি দিয়ে মাথায় জখম করে। নাক ও মুখমন্ডলে রক্তাক্ত জখম করে। এমনকি ডান পায়ে হাড়ভাঙ্গা জখম করে। খবর পেয়ে স্থানীয়রা গিয়ে জখমী অবস্থায় জামাল হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। পেকুয়া থানার ওসি ওমর হায়দার জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।