• শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

চকরিয়ায় শিশু হত্যার প্রধান আসামী সুমাকে গ্রেফতার করেছেন র‍্যাব-১৫

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ / ৩৮০ Time View
আপডেট : শনিবার, ২৭ মে, ২০২৩

কক্সবাজারের চকরিয়ায় গৃহকর্মী শিশু মিফতাফ মণি (১০) মধ্যযুগীয় কায়দায় হত্যার পর মৃতদেহ ডিপ ফ্রিজে রেখে দেওয়া ঘটনার প্রধান আসামী গৃহকর্ত্রী পলাতক সুমা আকতার (৩২) কে গ্রেফতার করেছেন র‍্যাব-১৫ এর আভিযানিক দল।

শনিবার (২৭ মে) ৩টা ৩০ মিনিটের সময় কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের মুহুরীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার-শিশু হত্যার প্রধান আসামী সুমা আক্তার (৩২) উপজেলার কাকারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হাজিয়ানপাড়া এলাকার কামাল হারুনের স্ত্রী।স্ত্রী সুমা ধরা পড়লেও,স্বামী কামাল এখনো পলাতক।

র‍্যাব-১৫ এর দেওয়া ব্রিফিংনে উল্লেখ্য করেন,গত ১০ মে চকরিয়ায় কাকারার বাসিন্দা কামাল হারুন এর স্ত্রী সুমা আক্তার তার বাসার গৃহকর্মী মিফতাহ মণি (১০) কে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালালে,এসময় গৃহকর্মী শিশু মিফতাহ মণি মৃত্যুবরণ করে।এরপর সুমা আক্তার তার স্বামীর সহযোগিতায় মরদেহটি ডিপ ফ্রিজে রেখে দেন।তারপরে তারা বিচক্ষণতা পরিচয়ে গৃহকর্মীর মিফতাফ মণি পরিবারকে খবর দেন।খবর দিতে গিয়ে তারা বলেছিল গৃহকর্মী শিশু মণি ডায়রিয়ার হয়ে মারা গেছেন।পরবর্তীতে গৃহকর্মীর মরদেহ এ্যাম্বুলেন্সের মাধ্যমে মহেশখালীতে পাঠিয়ে দিয়ে বাড়ির মালিক হারুন ও তার স্ত্রী সুমা পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের সদস্যরা মৃতদেহের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন এবং মৃত্যুর পরবর্তীতে মরদেহ ফ্রিজে রাখার আলামত পেয়ে চকরিয়া থানাকে অবহিত করে। এ ব্যাপারে গৃহকর্মী মিফতাহ মণি এর বাবা মোঃ সৈয়দ নুর বাদী হয়ে কক্সবাজারের চকরিয়া থানায় গত ১৬মে একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং ৩৪/২১৫-২৩ইং।আটক সুমা নিজেই ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করেছেন

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে সংশ্লিষ্ট চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো ক্যাটাগরি