• শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

৬০ বছর বয়সে ফের বিয়ে করলেন আশিষ বিদ্যার্থী

স্টাফ রিপোর্টার / ৮৭ Time View
আপডেট : শনিবার, ২৭ মে, ২০২৩

৬০ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করলেন ভারতের জনপ্রিয় অভিনেতা আশিষ বিদ্যার্থী। কনের নাম রুপালি বড়ুয়া। বৃহস্পতিবার (২৫ মে) কলকাতার একটি ক্লাবে ছোট আয়োজনে সাতপাকে বাঁধা পড়েন তারা। এসময় তাদের ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও নিকট আত্মীয়রা উপস্থিত ছিলেন।বিয়ের পর ভারতীয় গণমাধ্যমকে আশিষ বিদ্যার্থী বলেন, ‘জীবনের এই পর্যায়ে এসে রুপালিকে বিয়ে করা এক অদ্ভুত অনুভূতি। আমরা সকালে আইনি বিয়ে সম্পন্ন করেছি। আজ সন্ধ্যায় বন্ধুবান্ধবের জন্য পার্টির আয়োজন করেছি।’রুপালি বড়ুয়ার সঙ্গে পরিচয়-প্রেম নিয়ে প্রশ্ন করা হলে আশিষ বিদ্যার্থী বলেন, ‘এটি অনেক বড় গল্প। অন্য এক সময় বলব।’তিনি ১১টি ভাষার সিনেমায় অভিনয় করেছেন। এই অভিনেতাকে বাংলা সিনেমায়ও দেখা গিয়েছে। তিনি যতগুলো সিনেমায় অভিনয় করেছেন বেশিরভাগ সময় খলচরিত্রে দেখা গিয়েছে। বাংলা, হিন্দি ও দক্ষিণ ভারতের বিভিন্ন ভাষার সিনেমায় তাঁকে দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো ক্যাটাগরি