ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শনিবার (২৭ মে) ১৩ জ্যৈষ্ঠ বাংলা ১৪৩০ বঙ্গাব্দ সন্ধ্যায় পৌর শহরে ডিগ্রি কলেজ হলরুমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ষড়জ শিল্পীগোষ্ঠীর আয়োজনে মনোঙ্গ- সংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় রেজাউল ইসলাম বাবুর সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও -৩ আসনের এমপি হাফিজ উদ্দিন আহমেদ, কাজী নজরুলের জীবনীর উপর প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন লেখক গবেষক ও বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড.মাসুদুল হক, বিশেষ অতিথি বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সভাপতি শদ্বশর বাবুল চৌধুরী, দিনাজপুর। লেখক কবি সাহিত্যিক ও অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হবিবুর রহমান, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, জাপা যুগ্ম আহবায়ক ঠিকাদার আবু তাহের প্রমুখ।
পরে ষড়জ শিল্পী গোষ্ঠীর শিল্পীদের নিয়ে নজরুল সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন রাণীশংকৈল ডিগ্রী কলেজের বাংলা বিভাগের সরকারি অধ্যাপক প্রশান্ত বসাক ।