জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা প্রশাসনের আয়োজনে রেলি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২৮ মে রবিবার সকাল ১০ টায় জুলি ও কুরি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী শুরু হয়। র্যালী শেষে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সাংসদ সেলিনা জাহান লিটা। বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি ইন্দ্রজিত সাহা, মহিলা সম্পাদিকা ফরিদা ইয়াসমিন ,পৌর আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, শিক্ষা অফিসার আব্দুর রাহিম, ভারপ্রাপ্ত প্রাণী সম্পদ কর্মকর্তা মৌসুমী আক্তার , অধ্যাপক প্রসান্ত বসাক, চেয়ারম্যান আবুল হোসেন সহ আরো অনেকে।
আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠান পরিচালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা সাদিকুল ইসলাম।