পৈত্রিক সূত্রে পাওয়া খতিয়ানভুক্ত নাল জমি টাকার প্রয়োজনে বিক্রি করে জায়গা বুঝিয়ে দেওয়ার সময় প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় শ্বশুর,ছেলে ও মেয়ের জামাই গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনা টি ঘটেছে ৬ মে বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের আংশার ঝিরি উত্তরমালা এলাকায়।
প্রত্যক্ষ সূত্রে জানা যায়,স্থানীয় ব্যবসায়ী দিল মোহাম্মদ চৌধুরী টাকার প্রয়োজনে তার ভোগ দখলীয় জমি এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। ক্রয়কৃত জমিতে সীমানা দেওয়াল নির্মাণ করতে গেলে ঐ ব্যবসায়ীকে উক্ত জমিতে প্বার্শবর্তী মসজিদের জায়গা আছে এমন অভিযোগে বাধা প্রদান করে স্থানীয় দখলবাজ চক্র।ব্যবসায়ী দিল মোহাম্মদ চৌধুরী তার জমিতে কেন সীমানা দেওয়াল দিতে বাঁধা দেওয়া হচ্ছে জানতে চাওয়ায়
লামা ফাঁসিয়াখালী ইউনিয়নে অংশার জিরি উত্তরমালা এলাকার সাবেক মেম্বার গোলাম কাদেরের নেতৃত্বে সন্ত্রাসীরা দিল মোহাম্মদের চৌধুরীর কাছে চাঁদা দাবি পূর্বক দিল মোহাম্মদ চৌধুরী সহ উনার ২ ছেলে ও মেয়ের জামাই কে দা কিরিস কুপিয়ে মারাত্মক জখম করে। এই ঘটনায় মারাত্মক জখম মেয়ের জামাই মোঃ মিজানকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয় পরবর্তীতে জখমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এই হামলার ঘটনায় লামা থানায় এজাহার দায়ের করলেও এখনও পর্যন্ত প্রশাসন আসামীদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহন করেনি।পরবর্তীতে স্থানীয় চেয়ারম্যান নূর হোসেন বিচার মীমাংসা করে দিবে বলে ওসিকে মুঠোফোনে সুপারিশ করেন।আসামীরা প্রভাবশালী হওয়ায় চেয়ারম্যান অদ্যবদী বিচার মীমাংসা করে না দেওয়ায় আসামীরা বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। সীমানা দেওয়াল নির্মাণের কাজে আনা লক্ষ লক্ষ টাকার ইট,সিমেন্ট,কংকর বৃষ্টিতে ভিজে প্রায় নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
এই ঘটনায় জড়িত আসামীদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহনে সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন ভুক্তভোগী পরিবার।