চকরিয়া বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে ৩টি বসতবাড়ি পুড়ে ছাঁই।এতে অন্তত ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার (২ জুন) সকাল সাড়ে ১১টার সময় পৌরসভার ৯নং ওয়ার্ডের ভাঙ্গামূখ এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, জুমাবার সকাল সাড়ে ১১টার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট একটি বাড়ীতে আগুন ধরে।এসময় বাড়ীটি বাহিরে দরজায় তালাবদ্ধ থাকায় লাগোয়া তাদের যৌথ পরিবারের আরো ২টি বাড়ী আগুনে পুড়ে ছাঁই।খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকাণ্ডে অন্তত ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার।
পুড়ে যাওয়া বাড়ীর মালিকেরা হলেন,পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা বশির ড্রাইভারের বড়ভাই নুরুল কবির ও তার ২ছেলে বলে জানা গেছে।
তাৎক্ষনিকভাবে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া পৌরসভার সম্মানিত আমির আরিফুল কবির। এই সময় উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা ৯নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।আরিফুল কবির বলেন,এই কঠিন মুহূর্তে আমাদেরকে সবর ও ধৈর্য ধারণ করতে হবে, এবং আল্লাহর কাছে সাহায্য কামনা করতে হবে। এই অগ্নিকান্ডে পরিবারের জন্য ব্যাপক ক্ষতি হয়ে গেল আমাদের সকলের উচিত তাদের পাশে দাঁড়ানো। বর্তমানে এসব পরিবার খোলা আকাশের নীচে মানবেতর জীবন যাপন করছে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা।