• শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

চিংড়ি ঘের নিয়ে উত্তেজনা: পেকুয়ায় কোর্টে গেলেন সাবেক স্বারাষ্ট্রমন্ত্রীর চাষা

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি / ৪২৯ Time View
আপডেট : শনিবার, ৩ জুন, ২০২৩

কক্সবাজারের পেকুয়ায় রাজাখালী ইউনিয়নের নতুনঘোনায় সাবেক স্বরাস্ট্রমন্ত্রী রফিকুল ইসলাম বীর উত্তমের স্ত্রীর মালিকানাধীন চিংড়ি ঘেরের আধিপত্য নিয়ে চরম উত্তেজনা চলছে। এর জের ধরে একটি বহিরাগত পক্ষ লাঠিসোটা নিয়ে ঘের দখলের উৎসবে মেতেছে। সাবেক স্বরাস্ট্রমন্ত্রী মেজর (অবসরপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা চাঁদপুর থেকে নির্বাচিত ক্ষমতাসীন দলের সাংসদ রফিকুল ইসলাম বীর উত্তমের নিযুক্ত লবণ ও মৎস্য চাষীকে হঠাতে স্থানীয় এক ইউপি সদস্যের নেতৃত্বে একদল ভাড়াটে লোকজন জমিতে অনুপ্রবেশ চেষ্টা করছে। গত দুইদিন ধরে সাবেক স্বরাস্ট্রমন্ত্রীর প্রয়াত স্ত্রীর নামে রেকর্ডীয় ৩৭ কানি আয়তনের মৎস্যঘের জবর দখলের ব্যাপক তৎপরতা চলছে। এ দিকে সন্ত্রাসী কায়দায় পেশী শক্তির বলয় তৈরী করে মৎস্য ঘেরে অনুপ্রবেশ ঠেকাতে আইনী পদক্ষেপ নেওয়া হয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রফিকুল ইসলামের নিযুক্ত প্রতিনিধি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপের এরশাদ আলী চৌধুরী বাড়ির মরহুম শাহাদাত আলী খানের পুত্র আলী ফেরদৌস খান বাদী হয়ে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত এম,আর মামলা রুজু করেন। যার নং ৯১৯/২৩। এতে আসামী করা হয় নতুনঘোনা কামাল হোসেনের পুত্র স্থানীয় ইউপি সদস্য হোসাইন শহীদ সাইফুল্লাহসহ ৫ জনকে। বিচারিক আদালত বিষয়টি আমলে নিয়েছেন। শান্তি শৃংখলা বজায় রাখা ও স্থিতি অবস্থা বিদ্যমানের জন্য ওসি পেকুয়াকে নির্দেশ দেন। এ ছাড়াও সহকারী কমিশন (ভূমি) পেকুয়াকে প্রতিবেদনসহ এর তদন্তভার ন্যস্ত করা হয়। মামলা সুত্রে জানা গেছে, রাজাখালী মৌজার বিএস ১৩৬৬ খতিয়ান দিয়ারা ২৫২১ নং খতিয়ান মূলে সাবেক স্বারস্ট্রমন্ত্রী ও মুক্তিযোদ্ধাকালীন সময়ে ১ নং সেক্টরের সেক্টর কমান্ডারা রফিকুল ইসলাম বীর উত্তমের স্ত্রী রাবেয়া খাতুন প্রকাশ রুবি ইসলাম ৩৭ কানি সম্পত্তির রেকর্ডীয় মালিক হন। তিনি ছিলেন আনোয়ারাসহ দক্ষিণ চট্টগ্রামের প্রখ্যাত জমিদার দরফ আলী চৌধুরীর মেয়ে। রাজাখালী নতুনঘোনায় পৈত্রিক সুত্রে প্রাপ্ত অংশ দেখভাল করছিলেন ওই নারীর স্বামী রফিকুল ইসলাম বীর উত্তম। জায়গা জমি শাসন,সংরক্ষণ, লাগিয়তসহ রক্ষণাবেক্ষণের জন্য রফিকুল ইসলাম বীর উত্তম ও তার স্ত্রীর ভাইপো আনোয়ারার তৈলারদ্বীপের এরশাদ আলী বাড়ির মরহুম শাহাদাত আলী খানের পুত্র আলী ফেরদৌস খানের মধ্যে চুক্তি হয়। ২০২২ সালের ১১ মে নোটারী পাবলিকের কার্যালয়, ঢাকায় ২ জনের মধ্যে হলফনামামূলে এ চুক্তিনামা সম্পাদিত হয়েছে। মন্ত্রীর পক্ষে তার স্ত্রীর ভাইপো আলী ফেরদৌস খাঁন গেল লবণ মৌসুমে জমির লাগিয়ত করেন। নতুনঘোনার মৃত হাবিবুর রহমানের পুত্র মো: কালুকে ১ বছরের জন্য ননজুড়িসিয়াল স্ট্যাম্পমূলে জমি লাগিয়ত করে। চলতি বর্ষা মৌসুমে ওই জমিতে মৎস্য চাষসহ সন সন লবণ উৎপাদনের জন্য মো: কালুকে ফের ৫ বছর মেয়াদে লাগিয়তের জন্য আরেকটি চুক্তিনামা করেন আলী ফেরদৌস খাঁন। গত দুই মাস আগে থেকে মো: কালু সেখানে মৎস্য চাষ শুরু করেন। তিনি বর্ষায় মাছ উৎপাদনের জন্য পোণা অবমুক্তকরণসহ মৎস্য ঘেরের যাবতীয় কাজ কর্ম করে ফেলেছেন। এ দিকে সম্প্রতি ওই ঘের নিয়ে চরম বাকবিতন্ডা দেখা দিয়েছে। ইউপি সদস্য হোসাইন শহীদ সাইফুল্লাহসহ কয়েকজন বহিরাগত লোকজন ওই ঘের জবর দখল চেষ্টা করছে। অনুপ্রবেশ ঠেকাতে নোটারীমূলে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি আলী ফেরদৌস খান কোর্টে এম,আর মামলাটি করেছেন। এ ব্যাপারে মৎস্য চাষী কালু জানান, সাইফুল্লাহ অবৈধ জনবল নিয়ে ঘের দখল করার চেষ্টা করছে। আমাকে প্রাণনাশ হুমকি দিচ্ছে। হাকাবকা করছে ঘের ছেড়ে দেওয়ার জন্য। অন্যথায় আমাকে মেরে ফেলবে না হয় হয়রানি করবে বলে হুমকি দিচ্ছে। এ বিষয়ে আলী ফেরদৌস খাঁন বলেন, সাইফুল্লাহ একজন দখলবাজ। এক বছর আগে এ জায়গা নিয়ে সে অতিরিক্ত বাড়াবাড়ি করেছে। আমি জমি আমার ফুফীর। মন্ত্রী সাহেব আমেরিকায়। তিনি সাইফুল্লাহকে জমি লাগিয়ত করেননি। আমি কোর্ট থেকে আদেশ এনেছি। এ দিকে ইউপি সদস্য হোসাইন শহীদ সাইফুল্লাহ জানান, আমি চিংড়ি ঘেরের মূল মালিক সাবেক স্বরাস্ট্রমন্ত্রী থেকে চুক্তির ভিত্তিতে লাগিয়ত নিয়েছি। পেকুয়া থানার ওসি ওমর হায়দার জানান, ১ জন এস,আইসহ পুলিশ পাঠানো হয়েছে। শান্তি শৃংখলা বজায় রাখতে পুলিশ কাজ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো ক্যাটাগরি