কক্সবাজার চকরিয়ায় পৃথক দু’টি মামলার সাজাপ্রাপ্ত আসামী মোঃ হামিদ (৩৩) কে গ্রেফতার করেন, র্যাব-১৫।
গত রবিবার (৪ জুন) রাত ৮ টা মিনিটের সময় উপজেলার খুটাখালী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার-মোঃ হামিদ (৩৩) উপজেলার খুটাখালী ইউপির ৬নং ওয়ার্ডের সেগুনবাগিচা-ভিলেজার পাড়া এলাকার মোকতার আহমদের ছেলে।
র্যাব-১৫, কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক কর্তৃক দেওয়া ব্রিফিং এ জানা যায়,গ্রেফতারকৃত হামিদের বিরুদ্ধে দু’টি মামলায় সাজা হয়েছে।১টি মামলায় ১বছরের সাজা,আরেকটিতে ৬মাস সাজা জারি করেন আদালত।সেই থেকে হামিদ পলাতক।তাই গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত চকরিয়া থানার জিআর-১২১/১৪, ধারা-১৯২৭ সনের বন আইনের-২৬(১ক), জিআর-১২১/১৪, ধারা-৩৩২ দঃ বিঃ এবং জিআর-৩৩৯/১৪, দঃ বিঃ ১৪৭/৩৩২/৩৫৩ ধারায় মামলা রয়েছে।
চকরিয়া থানার অপারেশন অফিসার রাজিব চন্দ্র সরকার বলেন,হামিদ নামের এক ব্যক্তিকে র্যাব-১৫ গ্রেফতারের পরে থানায় হস্তান্তর করেন।সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।