• শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]

জামগাছ থেকে পড়ে স্কুল ছাত্রের অকাল মৃত্যু

মো: সাগর হোসেন,বেনাপোলপ্রতিনিধি: / ১৪১ Time View
আপডেট : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

যশোরের শার্শায় জামগাছ থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে শার্শা উপজেলার জামতলা ডিএসটি হাইস্কুল চত্ত্বরে। নিহত আরাফাত হোসেন(১২) উপজেলার সামটা গ্রামের সৌদি প্রবাসী আনারুল ইসলামের ছেলে।সে ডিএসটি হাইস্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়দের বরাতে বাগআচড়া ইউনিয়নের ৯নাম্বর সামটা ওয়ার্ডের মেম্বর জিয়াউর রহমান জিয়া বলেন,স্কুল ছুটির পর সে জাম পাড়ার জন্য স্কুল বাউন্ডারির মধ্যে অবস্থিত গাছে উঠে।এসময় সে অসাবধানতা বসত গাছ থেকে পড়ে যায়।সে মাথায় ও বুকে আঘাত পায়। দুপুরের প্রচন্ড গরমে সে জ্ঞান হারিয়ে ফেলে।

ডিএসটি হাই স্কুলের পাশের বাড়ির কালাম হোসেন বলেন,২টা ৫ মিনিটের দিকে গাছের ডাল ভেঙ্গে পড়ার শব্দ শুনে আমার মা বলে দেখ গাছ ডাল ভেঙ্গে কিডা পড়িগেছে।পরে আমরা ছুটে এসে তার মাথায় পানি দিয়ে বাড়িতে খবর দেই।পরে তার বাড়ি থেকে লোকজন এসে  হাসপাতালে নিয়ে যায়।

আরাফাতের মামা হুমায়ূন কবির বলেন,ও স্কুল ছুটির পরে বাসায় বই রেখে ২টা আড়াইটার দিকে আবার স্কুলের গাছে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে যায়।পরে তাকে সাতমাইল জোহরা মেডিকেলে নিয়ে গেলে তারা ফেরত দেই।সেখান থেকে যশোর সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা চলা কালীন সময় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেয়।ঢাকায় নেওয়ার পথে গোপালগঞ্জ নামক স্থানে তার মৃত্যু হয়।
তার অকাল মৃত্যুতে এলাকা জুড়ে শোকের মাতম চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো ক্যাটাগরি