কক্সবাজারের চকরিয়ায় হানিফ গাড়ীর ধাক্কায় টমটমে থাকা মোঃ মোবারক (২৭) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এসময় আরো ৪জন যাত্রী গুরুত্বর আহত হন।
রোববার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের লক্ষ্যারচর জিদ্দাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ মোবারক (২৭) উপজেলার হারবাং ইউনিয়নের ২নং ওয়ার্ডের নুনাছড়ি-গুচ্ছগ্রামের জালাল আহমদের ছেলে। সে চকরিয়া সরকারি কলেজের ডিগ্রি ৩য় বর্ষের ছাত্র বলে জানা গেছে।
স্থানীয়দের বরাত দিয়ে চিরিংগা হাইওয়ে থানার ইনর্চাজ খোকন কান্তি রুদ্র জানান, কলেজ থেকে টমটম যোগে বাড়ি ফিরছিলেন ছাত্র মোবারক। এসময় যাত্রীবাহী হানিফ বাস টমটমকে ওভারটেক করে যাওয়ার পথে টমটম গাড়িকে জোরে ধাক্কা দেয়। এসময় টমটমে থাকা ছাত্র মোবারক ঘটনাস্থলে মারা যান। এতে আরো ৪জন যাত্রী আহত হয়েছেন।খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত আর আহতদেরকে জনতার সহযোগিতায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।
চিরিংগা হাইওয়ে থানার ইনর্চাজ খোকন কান্তি রুদ্র বলেন, দুর্ঘটনা কবলিত হানিফ বাস জব্ধ করতে পারলেও টমটমটি সরিয়ে নেওয়ায় জব্ধ করতে পারিনি। আইনী প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে। এবিষয়ে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।