• শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

পেকুয়ায় দুবৃর্ত্তের হামলায় সাবেক ছাত্রলীগ নেতা আহত

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি / ৮৩ Time View
আপডেট : রবিবার, ৬ আগস্ট, ২০২৩

কক্সবাজারের পেকুয়ায় দুবৃর্ত্তের হামলায় মগনামা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সেক্রেটারী পারভেজ উদ্দিন নিশান (২২) গুরুতর আহত হয়েছে। তিনি মগনামা মুহুরীপাড়া এলাকার মফিজুর রহমানের পুত্র। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ৬ আগষ্ট (রবিবার) বিকেল ৫ টার দিকে একই ইউনিয়নের মিয়াজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, মগনামা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক সোলতান মাহামুদ রিপন চৌধুরী একটি হত্যা মামলায় ডিবি পুলিশ গ্রেপ্তার করে। এ ঘটনার প্রতিবাদে গত শুক্রবার মগনামা ইউনিয়ন আ’লীগের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে। সভায় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সেক্রেটারী পারভেজ উদ্দিন নিশান বক্তব্য রাখেন। তার বক্তব্যে ইউনিয়ন আ’লীগের সেক্রেটারী রিপন জয়নাল হত্যাকান্ডের সাথে জড়িত নয় দাবী করে বক্তব্য প্রদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে জয়নালের ভাই ছোটন, তার সহযোগী আমির উদ্দিন, আনচার, কাইছার, সোনামিয়া, আনিস, শহিদুল্লাহসহ ১০/১৫ জন দুবৃর্ত্ত দেশীয় অস্ত্র স্বস্ত্র নিয়ে হামলা করে। হামলায় ওই ছাত্রলীগের স্বর্বশরীরে জখম হয়।

আহত পারভেজ উদ্দিন নিশান জানান, দুবৃর্ত্তরা তার কাছ থেকে দুটি মোবাইল, ১ টি মোটর সাইকেল, নগদ দুই লক্ষাধিক টাকা ছিনিয়ে দেয়।

মগনামা ইউনিয়নের চেয়ারম্যান ইউনুছ চৌধুরী জানান, পারভেজ আমার ব্যক্তিগত সহকারী। ওই সময়ে প্রবল বৃষ্টির জলাবদ্ধতা নিরসনের জন্য আমি মগনামার বাজারপাড়ার দিকে বের হয়। আমি আসার পর সে মুহুরীপাড়া থেকে মোটর সাইকেলযোগে বাজারপাড়ার দিকে আসছিল। সে মগনামা মিয়াজিপাড়া চৌরাস্তার মাথায় আসলে ওই দুবৃর্ত্তরা তার গতিরোধ করে। তাকে বেধড়ক পিটুনি দেয়। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসি।

পেকুয়া থানার ওসি ওমর হায়দার জানান, লিখিত অভিযোগ তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো ক্যাটাগরি