• শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]

চকরিয়ায় পাহাড় ধ্বসে একই পরিবারের দুই শিশু নিহত

এ কে এম ইকবাল ফারুক,চকরিয়া / ৬৬ Time View
আপডেট : সোমবার, ৭ আগস্ট, ২০২৩

কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধ্বসের মাটি চাপা পড়ে একই পরিবারের দুই শিশু নিহত হয়েছে। তাদের মধ্যে একজন ছেলে অন্যজন মেয়ে। সোমবার (৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব মৌলভী পাড়া সংলগ্ন সবুজ পাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত দুই শিশুর নাম তাবাচ্ছুম (১) ও মো. সাবিদ (৫)। তারা দুইজনই ওই এলাকার বাসিন্দা শ্রমিক মো. নেজাম উদ্দিনের শিশু সন্তান। বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছালেকুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় মৎস্য চাষী মো. জুনাইদ জানায়, সোমবার দুপুরে ভাত খেয়ে বাড়িতে ঘুমিয়ে ছিল শিশু তাবাচ্ছুম ও সাবিদ। এ সময় মুশলধারে বৃষ্টি হওয়ায় দুই শিশু সন্তানের মা হুমাইরা আক্তার ও বাবা নেজাম উদ্দিন বাড়ির বারান্দায় বসা ছিলেন। দুপুর আড়াইটার দিকে ভারী বর্ষণের সময় তাদের বাড়ির পূর্ব পাশের একটি উচু পাহাড় হঠাৎ বাড়ির উপর ধ্বসে পড়ে। এ সময় বাড়ির মাটির দেয়াল চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয় দুই শিশু তাবাচ্ছুম ও সাবিদ। সোমবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর কায়সার হামিদসহ ফাঁড়ির একদল পুলিশ। এ সময় বরইতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, পাহাড় ধ্বসে মাটির দেয়াল চাপা পড়ে দুই শিশু নিহতের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। পরে নিহত দুই শিশুর সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়। ওসি আরও জানান, নিহত দুই শিশুর বাবা ময়না তদন্ত ছাড়া তার আদরের দুই শিশুকে দাফনের জন্য প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছেন। এ ব্যাপারে যেহেতু কারো কোন অভিযোগ নাই সেহেতু থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে। #####

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো ক্যাটাগরি