কক্সবাজারের পেকুয়ায় বিষাক্ত সাপের কামড়ে নাছির উদ্দীন (৪৪) নামের এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। তিনি পেকয়া সদরের আন্নর আলী মাতবরপাড়ার মৃত আলী আহমেদের পুত্র।
জানা যায়, তার বসতবাড়ি বন্যার পানিতে সয়লাব হয়ে। সোমবার সন্ধ্যা ৭ টার দিকে নিজ বসতবাড়ির মালামাল সরানোর সময় তার পায়ে বিষাক্ত সাপে কামড় দেয়। এ সময় তাকে পেকুয়া সরকারি হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯ টার দিকে তার মৃত্যু হয়।
পেকুয়া সরকারি হাসপাতালের মেডিকেল অফিসার ডা: মুজিবুর রহমান তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।